Cityfair Computer Solution - Terms & Conditions​

Dear Customers,
Cityfair Computer Solution always follows certain policies to maintain the best customer service. Please read the following terms carefully before purchasing any product from us.

Warranty Terms & Conditions

  • Warranty is provided directly by the manufacturer or importer; we act only as an intermediary.
  • Laptop warranty varies from 1 to 3 years (depending on the model), but battery and adapter warranty is only 1 year.
  • If a defect is found in a warranty-covered product, it will be repaired or replaced as per the brand’s policies.
  • To claim warranty service, the product box and purchase invoice must be submitted.
  • If an equivalent model is unavailable for replacement, a value-adjusted upgrade may be offered.

Warranty Does Not Cover

  • Damage due to water, fire, impact, or careless handling.
  • If the serial number or sticker is removed or damaged.
  • Fungus or rust on the motherboard, RAM, or graphics card.
  • Forgotten BIOS passwords or deletion of Apple Mac OS.
  • Printer cartridges, toner, print heads, rollers, maintenance boxes, etc.
  • Using non-official ink/toner in a printer will void the warranty.
  • For combo (bundled) keyboard and mouse sets, the full set must be presented for warranty claims.

Service & Other Terms

  • Service completion time may take 5 to 40 days or more, depending on spare part availability.
  • We are not responsible for any data loss or software corruption.
  • Additional charges apply for out-of-warranty service.
  • If a warranty product remains uncollected for over 2 months, the company will no longer be responsible for it.

Thank you for following our policies to avail of warranty service.

Cityfair Computer Solution

  • Address: Sheikh Sharif Uddin Super Market (4th Floor), Nawab Bari Road, Bogura.
  • Contact: 01307767162

সিটিফেয়ার কম্পিউটার সলিউশন - Terms & Conditions​

প্রিয় গ্রাহক,
সিটিফেয়ার কম্পিউটার সলিউশন সর্বদা গ্রাহক সেবার মান বজায় রাখার জন্য কিছু নীতিমালা অনুসরণ করে। আমাদের কাছ থেকে পণ্য ক্রয়ের আগে অনুগ্রহ করে নিচের শর্তগুলো ভালোভাবে পড়ে নিন।

ওয়ারেন্টি সম্পর্কিত শর্তাবলী

  • ওয়ারেন্টি সরাসরি প্রস্তুতকারী বা আমদানিকারক প্রতিষ্ঠান প্রদান করে, আমরা শুধু মধ্যস্থতাকারী।
  • ল্যাপটপের ওয়ারেন্টি ১-৩ বছর (মডেল ভেদে), তবে ব্যাটারি ও অ্যাডাপ্টারের ওয়ারেন্টি ১ বছর।
  • ওয়ারেন্টির আওতাভুক্ত পণ্যে ত্রুটি দেখা দিলে, ব্র্যান্ডের নীতিমালা অনুযায়ী মেরামত বা পরিবর্তন করা হবে।
  • ওয়ারেন্টি সেবা নিতে পণ্যের বক্স ও ক্রয়ের রশিদ জমা দিতে হবে।
  • প্রোডাক্ট বদলের জন্য সমমানের মডেল না থাকলে, মূল্য সমন্বয় করে নতুন প্রোডাক্ট প্রদান করা হতে পারে।

ওয়ারেন্টির আওতাভুক্ত নয়

  • পানি, আগুন, আঘাত, বা অসতর্ক ব্যবহারে পণ্য নষ্ট হলে।
  • সিরিয়াল নম্বর মুছে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে।
  • মাদারবোর্ড, র‍্যাম, গ্রাফিক্স কার্ডে ফাংগাস বা মরিচা ধরলে।
  • BIOS পাসওয়ার্ড ভুলে গেলে বা Apple Mac OS মুছে ফেললে।
  • প্রিন্টার কার্টিজ, টোনার, হেড, রোলার, মেইনটেন্যান্স বক্স ইত্যাদি।
  • অফিসিয়াল কালি/টোনার ছাড়া অন্য কালি ব্যবহারের কারণে প্রিন্টার ওয়ারেন্টি বাতিল হবে।
  • কম্বো (যুগল) কিবোর্ড-মাউসের ক্ষেত্রে ওয়ারেন্টির জন্য পুরো সেট আনতে হবে।

সার্ভিস ও অন্যান্য শর্তাবলী

  • সার্ভিসের সময়সীমা ৫-৪০ দিন বা তার বেশি হতে পারে (স্পেয়ার পার্টস আমদানির ওপর নির্ভরশীল)।
  • সফটওয়্যার/ডাটা ক্ষতিগ্রস্ত হলে বা হারিয়ে গেলে আমরা দায়ী থাকব না।
  • ওয়ারেন্টির বাইরে থাকা যেকোনো সার্ভিসের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য।
  • ওয়ারেন্টি পণ্য ২ মাসের বেশি আমাদের কাছে থাকলে, কোম্পানি তার দায়ভার বহন করবে না।
  • আমাদের নীতিমালা মেনে ওয়ারেন্টি সেবা গ্রহণের জন্য ধন্যবাদ।

সিটিফেয়ার কম্পিউটার সলিউশন

  • ঠিকানা: শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেট (চতুর্থ তলা), নবাব বাড়ি রোড, বগুড়া।
  • যোগাযোগ: ০১৩০৭৭৬৭১৬২