Cityfair Warranty Policy
1. Only products mentioned in the Cityfair bill/invoice will be covered under warranty.
2. Warranty is primarily provided by the manufacturer; Cityfair only assists. Each brand’s
specific terms apply.
3. Lifetime warranty means valid until production stops. After discontinuation, warranty remains
for 1 year from purchase date.
4. International warranty applies only if mentioned in the bill and where the manufacturer has a
service center.
5. In case of issues, repair or replacement will be provided. If replacement is unavailable, a
refund may be issued.
6. Repair duration is not fixed; it may take 45 days or more in some cases.
7. Warranty time does not extend after repair or replacement.
8. Before submitting products for repair/warranty, customers must log out from all accounts
(email, bank, Facebook, etc.).
9. Warranty is void if damaged by water, impact, fire, or if unauthorized repairs are attempted.
10. Software issues, data loss, BIOS lock, or account locks are not covered by warranty.
11. Free gifts (mouse, headphones, cables, etc.) and accessories are not covered under
warranty.
12. Printer ink/cartridges/toners and other consumables are not covered; ink used for testing is
non-refundable.
13. Fungus or rust found on motherboards, hard disks, RAM, etc., voids warranty.
14. Monitor with 1–3 dead dots will not qualify for warranty; 4 or more will.
15. Broken processor pins or graphics cards used for mining are not covered.
16. Warranty will be void if the serial number is removed or the sticker is damaged.
17. For combo products (keyboard-mouse, router sets), the full set must be submitted.
18. Speakers, remotes, power adapters, cables, etc., are not covered under warranty.
19. Transportation costs for printers/photocopiers must be borne by the customer. Service
warranty varies by brand.
20. For certain brands (Modems), customers must directly claim warranty through their
respective service centers.
21. Cityfair is not responsible for issues arising from free cleaning services.
22. Installing dual-boot or changing OS on Apple MacBooks will void the warranty.
23. Other services or replacements may require additional charges.
24. For any opinion or complaint, email: cityfairbd@gmail.com
সিটিফেয়ার ওয়ারেন্টি নিয়মাবলী
১. সিটিফেয়ার থেকে বিক্রিত শুধুমাত্র বিল/ইনভয়েসে ঘোষিত পণ্যগুলো ওয়ারেন্টির আওতায় থাকবে।
২. ওয়ারেন্টি মূলত প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়, আমরা সহযোগিতা করি মাত্র। প্রতিটি
ব্র্যান্ডের আলাদা শর্ত প্রযোজ্য।
৩. প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি মানে পণ্য উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। উৎপাদন
বন্ধ হলে ক্রয় তারিখ থেকে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকবে।
৪. ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শুধু সেই পণ্যে প্রযোজ্য, যার বিলে উল্লেখ থাকবে এবং যেখানে প্রস্তুতকারী
প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভিস সেন্টার আছে।
৫. সমস্যা হলে মেরামত বা প্রয়োজনে রিপ্লেসমেন্ট হবে। রিপ্লেসমেন্ট পণ্য না থাকলে মূল্য ফেরত দেওয়া হতে
পারে।
৬. মেরামতে কতদিন লাগবে তা নিশ্চিত নয়; কিছু ক্ষেত্রে ৪৫ দিন বা তার বেশি সময় লাগতে পারে।
৭. ওয়ারেন্টির আওতায় মেরামত/বদল হলেও নতুন করে ওয়ারেন্টির সময় বাড়বে না।
৮. মেরামত বা ওয়ারেন্টির জন্য পণ্য জমা দেওয়ার আগে সব অ্যাকাউন্ট (ইমেইল, ব্যাংক, ফেসবুক ইত্যাদি)
থেকে লগআউট করতে হবে।
৯. পানিতে ভেজা, আঘাতে ক্ষতি, পুড়ে যাওয়া, বা খোলার চেষ্টা করলে ওয়ারেন্টি বাতিল হবে।
১০. সফটওয়্যার, ডাটা হারানো বা BIOS/Account Lock ওয়ারেন্টির আওতায় নয়।
১১. ফ্রি গিফট (মাউস, হেডফোন, কেবল ইত্যাদি) ও এক্সেসরিজ ওয়ারেন্টির আওতায় পড়ে না।
১২. প্রিন্টারের ইঙ্ক/কার্টিজ/টোনার ও ব্যাবহৃত সামগ্রী ওয়ারেন্টির আওতায় নয়; টেস্টের জন্য ব্যবহৃত
কালি ফেরতযোগ্য নয়।
১৩. মাদারবোর্ড, হার্ডডিস্ক, র্যাম ইত্যাদিতে ফাংগাস/মরিচা থাকলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
১৪. মনিটরে ১-৩টি ডট থাকলে ওয়ারেন্টি দেওয়া হবে না, ৪ বা তার বেশি হলে হবে।
১৫. প্রসেসরের ভাঙা পিন, গ্রাফিক্স কার্ডে ডাটা মাইনিং ব্যবহারে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
১৬. সিরিয়াল নম্বর মুছে গেলে বা স্টিকার উঠলে ওয়ারেন্টি বাতিল।
১৭. কম্বো পণ্য (কিবোর্ড-মাউস, রাউটার সেট) এর ক্ষেত্রে পুরো সেট সহ জমা দিতে হবে।
১৮. স্পিকার, রিমোট, পাওয়ার এডাপ্টার, কেবল ইত্যাদি ওয়ারেন্টির বাইরে থাকবে।
১৯. প্রিন্টার/ফটোকপিয়ারের যাতায়াত খরচ গ্রাহক বহন করবেন। সার্ভিস ওয়ারেন্টি ব্র্যান্ডভেদে ভিন্ন।
২০. নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য (Modem) সরাসরি তাদের সার্ভিস সেন্টারে জমা দিয়ে ওয়ারেন্টি ক্লেইম করতে
হবে।
২১. পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ও ফ্রি সার্ভিসে কোনো সমস্যা হলে সিটিফেয়ার দায়ী থাকবে না।
২২. অ্যাপল ম্যাকবুকে ডুয়েল বুট বা OS পরিবর্তন করলে ওয়ারেন্টি থাকবে না।
২৩. অন্যান্য যেকোনো সার্ভিস বা রিপ্লেসমেন্ট অতিরিক্ত চার্জের মাধ্যমে প্রদান করা হতে পারে।
২৪. যেকোনো মতামত বা অভিযোগের জন্য ইমেইল করুন: cityfairbd@gmail.com